মনিরামপুর প্রতিনিধি :যশোরের মনিরামপুর উপজেলার তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিরোধ এবং জাতীয় পতাকা উত্তোলনের জন্য বিদ্যালয়ের চাবি চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।
স্থানীয়রা জানায় , তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া নিরাপত্তা কর্মী মেহেদী হাসান ও অফিস সহায়ক ইউনুস আলী জাতীয় পতাকা উত্তোলনের জন্য বিদ্যালয়ের দপ্তরির কাছে চাবি চাইলে দিতে অস্বিকৃতি জানায়। এসময় দুই গ্রুপের শুরু হয় সংঘর্ষ ।
ঘটনাটি রবিবার আনুমানিক সকাল ৮ টার দিকে ঘটেছে। সংঘর্ষে দুই গ্রুপের ৬ জন আহত হয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন।
স্থানীয় সম্রাট,হোসেন হাসানুর , আহম্মাদ আলী,মিকাইল হোসেন, ওবায়দুর , সৌরভ , ছালেহা খাতুনসহ আরো অনেকে এসে মারপিট করে বলে দাবি করেছেন সদ্য নিয়োগ পাওয়া নিরাপত্তা কর্মী মেহেদী হাসান ও অফিস সহায়ক ইউনুস আলী।

