নিজস্ব প্রতিবেদক:
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহন ও সোন ব্রিকসের ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দুই জন নিহতের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ৩টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া বাজার সংলগ্ন ঘুনি দলনঘাটা জামে মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মণিরামপুর উপেজলার উত্তরপাড়া গ্রামের আশির আলী ছেলে তাজ উদ্দিন (৩৮) ও লিটন হোসেনর ছেলে মুন্না হোসেন (২২) ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল, অপরদিক থেকে সোনা ব্রিকসের খালি ট্রাক আসার পথে অপর একটি ট্রাককে ওভারটেকিং করার সময় সোহাগ পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
ট্রাকটি ছিটকে সরে গেলে দ্বিতীয়বার সড়কের পাশে দাড়িয়ে থাকা আরেকটি পন্যবাহী ট্রাকের সাথে ওই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলে মারা যান সোনা ব্রিকসের শ্রমিক মুন্না ও তাজউদ্দিন।
এ সময় ট্রাকের ড্রাইভারসহ আরো কয়েকজন শ্রমিক মারাত্মক আহত হলে স্থানীয়দের সহায়তায় তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অপরদিকে সোহাগ পরিবহনে থাকা প্রায় সকল যাত্রীই কমবেশি আঘাত প্রাপ্ত হয়েছে। গুরুত্বর আঘাতপ্রাপ্তদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ এবং বসুন্দিয়া পুলিশ ফাড়ির কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এছাড়া আরও দুটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ৪জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টা থেকে বেলা ২ টা পর্যন্ত যশোর শহরের পুলের হাট এবং যশোর-মাগুরা মহাসড়কের সিমাখালি বাজারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও ১জন নিহত হয়েছে। নিহতের নাম শরিফুল হোসেন। সে শহরের জেলরোড ব্যবসায়ী সমিতির সভাপতি আসলাম হোসেনের ছোট ছেলে।
এদিকে যশোরের পুলেরহাটে মোটরসাইকেল দিয়ে ট্রাক ওভারট্রাকিংয়ের সময় দুর্ঘটনা ঘটে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তাছাড়া যশোর মাগুরা মহাসড়ক সিমাখালি তে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসসপাতালে চিকিংসাধীন রয়েছে।#
