অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর মতিয়ার রহমান তরফদার (৩৮) হত্যা মামলার প্রধান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্তারুজ্জামান ডলার (৫৭) কে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে রাজধানীর মগবাজার এলাকা থেকে র্যাবের সহায়তায় অভয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম তাকে গ্রেফতার করে। আটক আক্তারুজ্জামান ডলার উপজেলার কোটা গ্রামের মৃত হাসেম দারোগার ছেলে। জানা যায়, ১৯৯৩ সালের ৫ই মার্চ রাতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্যরা মতিয়ার রহমান তরফদারকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনার পরের দিন ৬ই মার্চ নিহত মতিয়ার রহমানের পিতা হরমুজ আলী তরফদার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখপূর্বক অভয়নগর থানায় মামলা দায়ের করেন। ৭ বছর পর ২০০০ সালের ২৭ই সেপ্টেম্বর বিজ্ঞ আদালত পলাতক আসামী আক্তারুজ্জামান ডলারসহ ৬জনকে দন্ডবিধির ৩০২/৩৪ ও ৩৭১ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।
স্পেশাল ট্রাইব্যাুনাল যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফজাল হোসেন এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর সাজাপ্রাপ্ত আসামী জহিরুল হক তুষার ভারতে পলাতক রয়েছ। পরিবারের পক্ষ থেকে পলাতক আসামী তুষারকেও গ্রেফতারের দাবী জানান। মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৩ সালে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান তুজামকে হত্যা করে তার ব্যবহূত বন্দুক লুট করে নিয়ে চলে আসে।
এরপর সেই অস্ত্র ভ্যানযোগে নওয়াপাড়ায় নেওয়ার পথে পায়রাবাজারে জনগণের হাতে এ অস্ত্র ধরা পড়ে। এঘটনাটি নিহত মতিয়ার রহমান তরফদার পুলিশকে জানায়।
এতে ক্ষিপ্ত হয়ে কয়েকদিন পর পুর্ব বাংলার কমিউনিস্ট পার্টির গ্যাং লিডার আক্তারুজ্জামান ডলারসহ ১৭ জন সশস্ত্র ক্যাডার তার বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এঘটনার পর থেকে ডলার, তুষারসহ অনেকে আত্মগোপনে চলে যায়। এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আক্তারুজ্জামান ডলার দীর্ঘ ৩১ বছর ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামী ডলারকে শুক্রবার রাতে র্যাবের সহায়তায় ঢাকার মগবাজার এলাকা থেকে অভয়নগর থানা পুলিশ আটক করতে সক্ষম হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

