শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর বড়বাজার থেকে চাকুসহ ৪ যুবক আটক

আরো খবর

বিশেষ প্রতিনিধি:বৃহস্পতিবার ২১ মার্চ পুলিশ একটি ষ্টীলের তৈরী চাকুসহ চার যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের বারান্দীপাড়া আমতলা মোড়ের গিয়াস উদ্দিনের ছেলে বরকত আলী ওরফে সাফা, পূর্ব বারান্দী মোল্যাপাড়া প্রাইমারী স্কুলের সামনে ওসমান গণির ছেলে ইয়াসিন আরাফাত,বারান্দী মোল্যাপাড়া কবরস্থান এলাকার মোক্তার আলীর ছেলে জিসান ও মোল্যাপাড়া আমতলার আশরাফুল ইসলামের ছেলে হাসিবুল ইসলাম।
সদর পুলিশ ফাঁড়ি সূত্রে জানাগেছে, ২১ মার্চ বৃহস্পতিবার রাতে ওই ফাঁড়ির এক এসআইসহ একদল পুলিশ শহরের বড় বাজার এইচএমএম রোডের আশরাফুল আলম এর ধনু নামক বিউটি সু দোকানের সামনে কতিপয় যুবক ক্ষমতার দাপট দেখানোর জন্য সেখানে অবস্থান করছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায়। রাত পৌনে ১০টার দিকে সেখানে গিয়ে ৪ জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে বরকত আলী ওরফে সাফার প্যান্টের পকেট থেকে ১টি স্টিলের চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় চারজনের নামে দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় মামলা করে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করেন।

আরো পড়ুন

সর্বশেষ