শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

আরো খবর

শার্শা প্রতিনিধি :যশোরের শার্শায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার ও ইফতার
বিতরণ করেছেন রংপুর মেট্রো পলিটন পুলিশের বিভাগীয় পুলিশ কমিশনার মো :মনিরুজ্জামান।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১টার সময় নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এই ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সালেহা কবীর জীবন ফাউন্ডেশন ও জুম বাংলাদেশ যশোর জেলা শাখার আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহোতি কার্যক্রমে অংশগ্রহণ করেন মানবিক এই পুলিশ কর্মকর্তা। নাভারণ প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবু বাক্কার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো:মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, উপ সহকারী
শিক্ষা অফিসার হারুনুর রশীদ, আর্স বাংলাদেশের নির্বাহী পরিচালক সামসুল আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাব উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ