নিজস্ব প্রতিবেদক:যশোরে বিদেশী পিস্তল ৬ রাউন্ড গুলি,ম্যগজিন এবং একটি পাজেরো জিপসহ ৩ সন্ত্রাসী আটক। শুক্রবার সন্ধ্যায় ঝিকরগাছার লাউজানি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। আটকৃতরা হচ্ছে পিরোজপুর জেলার নরখালী গ্রামের রাজিব শেখ (২৬), বাগেরহাটের রামপাল উপজেলার সায়রাবাদ গ্রামের জিলান শেখ (৫৫) ও খুলনার জগীপুর গ্রামের মেহেদি হাসান (৩০)।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুরাদ হোসেন ও এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে যশোর- বেনাপোল মহাসড়কের লাউজানি এলাকায় মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
এ সময় সন্দেহজনক ভাবে একটি জিপ গাড়িকে গতিরোধ করা হয়। এরপর জিপ গাড়িতে থাকা তিন আরোহীকে তল্লাশী করলে তাদের নিকট বিদেশী পিস্তল, গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়। অস্ত্রসহ তাদের তিনজনকে আটক করা হয়েছে।

