রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে চারুপীঠের উদ্যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা

আরো খবর

 কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুরে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চারুপীঠ একাডেমির উদ্যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চারুপীঠ একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট তনু হাওলাদার। অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী অধ্যাপক মশিউর রহমান। স্বাগত বক্তব্য দেন চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান ও সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য। বক্তব্য দেয় খুদে শিক্ষার্থী ধৃতি হাওলাদার তর্শী।
কুইজ প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ১৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ ছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট তনু হাওলাদারকে চারুপীঠ একাডেমির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ