রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

টানা ৯ দিনের ছুটির কবলে স্থলবন্দর বেনাপোল

আরো খবর

টানা ৯ দিনের ছুটির কবলে স্থলবন্দর বেনাপোল পেট্টাপোল । বৃহস্পতিবার দুপুরের পর থেকেই শুরু হয়েছে অঘোষিত ছুটি। ফলে দীর্ঘ ছুটিতে বন্দর এলাকায় বাড়ছে শতশত পন্যবাহি ট্রাকের সারি। শুরু হয়েছে অচলাবস্তার।

এবার রোজা ৩০টি হলে ঈদ হবে ৩ মে মঙ্গলবার। ফলে ঈদের ছুটি ২ মে থেকে শুরু হয়ে শেষ হবে ৪ মে বুধবার। অন্যদিকে ১ মে রবিবার শ্রমিক দিবসে সরকারি ছুটি। আর আগের দিন ৩০ এপ্রিল শনিবার, ২৯ এপ্রিল শুক্রবার। ফলে ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ৬ দিনের ছুটি। অন্যদিকে ঈদের ছুটির পর ৫ মে বৃহস্পতিবার। তারপর ৬ ও ৭ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে চাকরিজীবীরা ৫ মে একদিন ছুটি পেলে মোট ৯ দিন ছুটি কাটাতে পারবেন ঈদে। অনেকেই ছুটি নিয়ে ছেড়েছেন কর্মস্থল। ফলে বৃহস্পতিবার দুপুরের থেকে বন্দর ও কাস্টমসের কাজকর্ম কমতে শুরু করেছে। তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক। ছুটির দিনেও পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বেনাপোল স্থলবন্দর উপ পরিচালক আব্দুল জলিল।
বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহনান বলেন টানা বন্দে আমদানি রফতানি বানিজ্যে কিছুটা প্রভাব পড়বে। তবে ছুটি শেষে বন্দর ব্যাবহারকারীরা ক্ষতি পুষিয়ে নিতে রাতদিন কাজ করবেন বলে জানান তিনি

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ