শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে দলিত রাইটস্ মুভমেন্ট প্রকল্পের অবহিতকরণ সভা

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে স্ট্রেনদেনিং দলিত রাইটস্ মুভমেন্ট (এসডিআএম) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পরিত্রাণের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন।

প্রকল্পের উপর পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিত্রাণের কর্মসূচি সমন্বয়কারী রবিউল ইসলাম। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ও ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরী সহযোগিতায় নাগরিক সংগঠনের অংগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় অবহিতকরন সভায় অংশগ্রহনকারীরা বিভিন্ন মাতামত তুলে ধরেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন, সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন, শিশু কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, নারী নেত্রী সুফিয়া পারভীন শিখা, পরিত্রাণের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ