চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের পাশাপোল বাজারে ২ মুদি দোকানে ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অভিযোগে ১ এপ্রিল (সোমবার) দুপুর ১টা ২০ ঘটিকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযানে পরিচালনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন দশপাখিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল-এমরান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এসময় পাশাপোল বাজারের সম্রাট স্টোরের মালিক সম্রাট (২৯) কে ৭ হাজার টাকা অর্থদণ্ড ও একই বাজারের বিল্লাল স্টোরে অভিযান পরিচালনা করে বিল্লাল হোসেন (৪৩) কে ৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় দুই দোকানে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

