শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে বাংলা নববর্ষ পালন উপলক্ষে  প্রস্তুতি সভা

আরো খবর

 কেশবপুর প্রতিনিধি:কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি এস,এম রুহুল আমিন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, মহিলা আওয়ামিলীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) দেবাশীষ রায়, পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিসের ডিজিএম এস এস শাহীন আহসান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, কেশবপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,আর সাঈদ, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক উৎপল দে, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী প্রমূখ।
সভায় কেশবপুরে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার একদিনব্যাপী বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উদযাপন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ