শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে প্রশিক্ষণ বিমান জরুরী অবতরণ

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইল সদরের তারাশি গ্রামের ধানক্ষেতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারনে জরুরী অবতরণ করেছে। প্রশিক্ষণ বিমানের সামান্য ক্ষতি হলেও দুজন পাইলট নিরাপদ আছেন।

জানা গেছে, বুধবার বেলা ১টা ৩৪ মিনিটে পাইলট স্কোয়াড্রন লীডার নাদিম ও মাহফুজ যশোর বিমান ঘাঁটি থেকে পিটি-৬-২৭২০ মডেলের প্রশিক্ষণ বিমানটি নিয়ে উড্ডয়ন করেন। বেলা পৌনে তিনটার দিকে ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের একটি ধানক্ষেতে জরুরী অবতরণ করেন। খবর পেয়ে নড়াইল ফায়ার সার্ভিসের কর্মিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে।

পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে হেলিকপ্টারে করে পাইলটদের যশোর বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। বিমানটি এখনো ঘটনাস্থলে রয়েছে।##

আরো পড়ুন

সর্বশেষ