রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

পেট্টাপোল সীমান্তে বিজিবি মহাপরিচালকে সংবর্ধনা দিল বিএসএফ

আরো খবর

  বেনাপোল প্রতিনিধি:বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজামান সিদ্দিকীকে বেনাপোল পেট্টাপোল সীমান্তে সংবর্ধিত করেছেন ভারতীয় বিএসএফ।
বুধবার সকালে ভারতের পেট্টাপোলে বিএসএফ ক্যাম্পের সামনে  ফুল ফল গাছ ও ক্রেষ্ট দিয়ে তাকে সংবর্ধিত করেন বিএসএফ কর্মকর্তারা। বিজিবি বিএসএফ কর্মকর্তাদের উভয়ের মধ্যে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়। এসময় বিএসএফের কলকাতা ফ্রন্টিয়ার কমান্ডার আই উস মুন তেহরীসহ বিএসএফের বিভিন্ন পর্যাযের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিজিবি মহাপরিচালক বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন কাষ্টমস এলাকা পরিদর্শন করেন। পরে পুটখালি সীমান্তের চরের মাঠ পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এসময তার সফব সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন এডিজি অব এন্ড ট্রেনিং ব্রিগেডিযার জেনারেল জাহাঙ্গীর আলম লে কর্নেল নজরুল ইসলাম পিএস টু।
লে কর্নেল মাসুদ পারভেজ রানা পরিচালক পরিকল্পনা বিজিবি সদর দপ্তর। রিজিয়ন ডিপুটি কমান্ডার আনোয়ার মাজহার সেক্টর কমান্ডার রেজাউর কবির,যশোর ৪৯ বিজিবি সিও লে কর্নেল আহম্মেদ জামিল।সহ ২১ বিজিবি ব্যাটলিয়নের কর্মকর্তারা।
 বিজিবির মহাপরিচালক দাযিত্ব গ্রহনের পর এই প্রথম  যশোর সীমান্ত এলাকা পরিদর্শন করেলেন তিনি।

আরো পড়ুন

সর্বশেষ