শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মৃত্যুজনিত ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) আয়োজনে বুধবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে একজনের মৃত্যুজনিত ও নয় জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য মোট নয় লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। জেইউজে সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার এএসএম কবীর।

স্বাগত বক্তব্য দেন জেইউজের সাধারণ সম্পাদক এইচআর তুহিন।  অনুষ্ঠানে চেক পাওয়াদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন হৃদরোগে আক্রান্ত সিনিয়র সাংবাদিক আব্দুর রব।

আরো পড়ুন

সর্বশেষ