শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মহেশপুরে খেলনা পিস্তল ও কুড়ালসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আরো খবর

মহেশপুর প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে ৫৬ পিচ ইয়াবা ট্যাবলেট,৩টি চাকু, প্লাস্টিকের চাইনিজ কুড়াল,খেলনা পিস্তল ও ট্রাভেল ব্যাগসহ দু’ মাদক ব্যবসায়কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

মহেশপুর থানা সূত্রে জানাগেছে, বুধবার গভীর রাতে থানার এসআই দিবাকার মালাকরের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ভালাইপুর গ্রামের মুনছুর আলী ঠান্টুর বসত বাড়ী হতে ৫৬ পিচ ইয়াবা ট্যাবলেট,৩টি চাকু,প্লাস্টিকের চাইনিজ কুড়াল,খেলনা পিস্তল ও ট্রাভেল ব্যাগসহ তার ছেলে ওহেদুজ্জামান অপু (২২) ও কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উপজেলার কাশিনাথপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে মানিক ইসলামকে (২০) আটক করে।

মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, বুধবার রাতে উপজেলার ভালাইপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন মালামালসহ ২ জন মাদক ব্যবসায়কে আটক করা হয়েছে। তিনি আরো জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আটক কৃতদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ