মণিরামপুর প্রতিনিধি:এসো মিলি ভ্রাতৃত্বের বন্ধনে স্লোাগানকে সামনে রেখে প্রত্যয় সমাজ উন্নয়নমূলক সংগঠনের উদ্যোগে সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার মণিরামপুর ফাজিল মাদ্রসা প্রাঙ্গণে দুই শতাধিক স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রত্যয় সমাজ উন্নয়ন মূলক সংগঠনের সভাপতি তাসনিমুল হাসান প্রান্ত। সম্পাদক আক্তারুজ্জামান সুমনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা প্রভাষক ফারুক হোসেন, প্রবীন রাজনীতিবীদ জি এম মজিদ, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি জনাব ফারুক আহম্মেদ লিটন, সহ-সভাপতি জিএম ফারুক আলম, যুন্ম-সম্পাদক হারুন অর রশিদ সেলিম প্রমূখ।
উল্লেখ্য, প্রত্যয় সমাজ উন্নয়নমূলক সংগঠনটি ২০১৭ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক মূল্যবোধ, সাংস্কৃতিক উন্নয়ন,রক্তদান এবং সুবিধাবঞ্চিত দরিদ্র এতিম ও পথ শিশুদের নিয়ে কাজ করে চলছে।

