রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

টানা ৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

আরো খবর

এম এ রহিম, বেনাপোল:রমজান মাসের রবিবার লাইলাতুল কদরের সরকারি ছুটি ও শুক্র শনিবার সপ্তাহিক ছুটি থাকায় ৩দিনপর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সোমবার সকাল থেকে আবারও আমদানি রপ্তানি বানিজ্য শুরু হয়েছে। ফলে কর্মচ্ঞ্চল্য ফিরছে বন্দরে এলাকায়। চলছে পন্য লোড আনলোড।

বেনাপোল স্থলবন্দর পরিচালক(ট্রাফিক) রেজাউল করিম জানান রবিবার ছিল লাইলাতুল কদরের সরকারি ছুটি। শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। ফলে তিনদিন ছুটি শেষে সোমবার সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-
রপ্তানি শুরু হয়েছে। বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক হয়েছে। এছাড়া বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক সীমান্তপথে পাসপোর্ট যাত্রী চলাচল রয়েছে স্বাভাবিক।

তিনি আরো বলেন শনিবার কাজ হয় কম। বিশেষ ব্যাবস্থায় বন্দর ছিল খোলা। ৩দিনের ক্ষতি পুষিয়ে নিতে রাত দিন কাজ চলবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান এবার যাত্রীর চাপ রয়েছে কম। ভোগান্তিও কমেছে। তবে অপর অংশে যাত্রী দুর্ভোগ নিয়মে পরিনত হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ