মণিরামপুর প্রতিনিধি:যশোর মণিরামপুরে প্রান্ত আইটি ইনস্টিটিউটের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় সমাজ উন্নয়নমূলক সংগঠনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে ১০০ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রত্যয় সমাজ উন্নয়নমূলক সংগঠনের সাভাপতি তাসনিমুল হাসান প্রান্ত, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী টিটো, সংগঠনের সহ সভাপতি রাশেদুল ইসলাম সজল, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম আল রাব্বি সাকিব, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম শুভ, সংগঠনের সদস্য শামিম রেজা, বিপ্লব, জি এম ফাহিম, শিশির, সাব্বির, ফাহিম, প্রান্ত, রায়হান প্রমুখ।
উল্লেখ্য, প্রত্যয় সমাজ উন্নয়নমূলক সংগঠনটি ২০১৭ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক মূল্যবোধ, সাংস্কৃতিক উন্নয়ন,রক্তদান এবং সুবিধাবঞ্চিত দরিদ্র এতিম ও পথ শিশুদের নিয়ে কাজ করে চলছে।

