এম এ রহিম, বেনাপোল:পবত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ সাপ্তাহিক ছুটিসহ টানা ৫দিনপর সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য চালু হয়েছে। বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু। তবে কাজ হচ্ছে ঢিলেঢালা। অধিকাংশ অফিস খুলছে দেরীতে।
তবে এসময় আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান চেকপোস্ট ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বিশ্বাস।
বেনাপোল স্থলবন্দরের অরিরিক্ত পরিচালক রাসেদুল সজিব জানান ১১এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে ১০-১১এপ্রিল১১ সরকারি ছুটি ১২ ো ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি আর ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি সব মিলিয়ে টানা ৫দিন পর বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে চালু হয়েছে আমদানি রফতানি। খুলেছে বন্দর ও কাষ্টমস।
টানা কযেকদিনে চুটির ক্ষতি পুষিয়ে নিতে বন্দরে রাত দিন কাজ করা হবে বলে জানান তিনি।
বন্দর হ্যন্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু সদ্দার জানান সেমবার সকাল ৯ টা থেকে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছে। বিকাল থেকে কাজের গতি বাড়বে বলো জানান তিনি।

