শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় স্বামীকে ভিডিও কলে রেখে বিউটিশিয়ান স্ত্রীর আত্মহত্যা

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:
স্বামীকে ভিডিও কলে রেখে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইরানী আফরোজ তানু (২৭) নামে এক বিউটিশিয়ান। রোববার সাতক্ষীরা শহরের কামালনগরের ভাড়া বাড়িতে আত্মহত্যা করেন তিনি।
জানা গেছে, এক মাস আগে শহরের কামালনগর দক্ষিণপাড়ার তৌহিদুর রহমান বাবলুর বাড়িতে ভাড়া ওঠেন পলাশপোল সবুজবাগ এলাকার হান্নান গাজীর মেয়ে ইরানী আফরোজ। শহরে তার একটি বিউটি পার্লার রয়েছে। বিভিন্ন বিষয়ে দুই স্বামী ও পরিবারের সঙ্গে কলহ লেগেই থাকত ইরানীর। রোববার বিকালে দুই সন্তানকে বাইরে রেখে এসে বাড়িতে কেউ না থাকায় দ্বিতীয় স্বামী আকমল হোসেনের সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
বাড়ির মালিক তৌহিদুর রহমান বাবলু জানান, ইরানির স্বামী আকমল হোসেন সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানেন না। তবে, কিছুদিন হলো তিনি বাসায় আসেন না। সম্ভবত বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। রোববার বাসায় একা থাকা অবস্থায় দরজা লাগিয়ে সিলিং ফ্যানে ইরানি গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ