নড়াইল প্রতিনিধি:
নড়াইলে সুলতান মেলা উপলক্ষ্যে দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে আর্টক্যাম্প। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসন ও এস এম সুলতান বেঙ্গল চারুকলা মাহবিদ্যালয়ের আয়োজনে মাছিমদিয়া এলাকায় অবস্থিত লালবাউল ও শিশুস্বর্গ-২ এর শিশু বিনোদন কেন্দ্রে এ আর্টক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চেšধুরী। এসময় এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মাহবিদ্যালয়ের অধ্যক্ষ এবং অংশগ্রহনকারী চিত্রশিল্পীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নড়াইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৩৫ জন স্বনামধন্য চিত্রশিল্পী এ আর্ট ক্যাম্পে অংশগ্রহন করছেন।

