নিজস্ব প্রতিবেদক, অভয়নগর (যশোর) “প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) আওতায় অভয়নগর উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ উদযাপিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ড. মো.আবুজার সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
এসময় আরো উপস্থিত ছিলেন অভয়নগর থানা পুলিশের উপ-পরিদর্শক আবু বক্কার সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু জিহাদ, আমিনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, নওয়াপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র লুৎফর রহমান বিশ্বাসসহ ৫০ টির অধিক খামারিরা ।

