নিজস্ব প্রতিবেদক:
যশোরে তাপমাত্র অস্বাভাবিক হয়ে উঠায় হিট এলাট জারি করা হয়েছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।যশোরে তাপদাহ অব্যাত থাকায় দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন। এতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। এ অবস্থায় বাড়ছে ডায়রিয়ার রোগীর সংখ্যা। খুব প্রয়োজ না হলে রোদে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
আবাহাওয়া অফিসের তথ্য মতে যশোরে আজ শনিবার দুপুর ১২ টায় তাপমাত্র ছিল ৪০ দশমিক সেলসিয়াস। গত ৪ দিন যাবত জেলায় তাপমাত্রা ৩৭ থেকে ৪০ দশমিক ৪ ডিগি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।
সিভিল সার্জন বিপ্লব কান্তি রায় জানিয়েছেন জেলার সবগুলো হাসপাতালে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাশি যাদের নানা দীর্ঘমেয়াদী রোগ আছে, যেমন- ডায়াবেটিস, কিডনীর অসুখ, শ্বাসকষ্টের অসুখ, হৃদরোগ (হার্টের অসুখ), হরমোন জনিত রোগ ও মানসিক রোগ বা যারা নানা ধরনের ওষুধ গ্রহণ করছেন তাদেরকে অধিক সতর্কতা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরার্শ দেয়া হচ্ছে।

