শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

 তামিলনাড়ু থেকে পন্যবাহি ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে আসলেন নারী ড্রাইভার

আরো খবর

বেনাপোল প্রতিনিধি :
পিছিয়ে নেই নারীরা। পুরুষের সাথে সব ক্ষেত্রেই নারীদের সাফল্য ছড়িয়ে পড়েছে। বিমান রেল সহ বিভিন্ন পরিবহনের পর এবার স্থল পথে ভারত থেকে পন্য বোঝায় ট্রাক চালিয়ে বেনাপোলে এসেছে নারী ড্রাইভার তামিলনাড়ুর অমল রাজের কন্যা অর্নাপূর্না রাজকুমার।
ভারতের বিহার থেকে ডেনিম ফেব্রিক্স বোঝায় ট্রাক নিয়ে শনিবার দুপুরে ভারতের পেট্টাপোল বন্দরে আসেন তিনি। পরে বন্দরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ট্রাক নিয়ে প্রবেশ করেন বেনাপোলে বন্দরে। এসময় নারী ড্রাইভারকে এক নজর দেখতে  বাংলাদেশ গেইটে ছুটে আসেন বন্দর ব্যাবহারকারীরা।
স্বাধীনতার পর এই প্রথম ভারতের তামিল নাড়ু থেকে পন্যবাহি ট্রাক নিয়ে বাংলাদেশে এসেছেন তিনি।
আমদানি রফতানির ক্ষেত্রে নারী ড্রাইভার এই প্রথম বলে জানান ব্যবসায়ি ও স্থানীয়রা। এটা নারী জাগরন বা মাইল ফলক ও দৃষ্টান্ত বলে জানান ব্যবসায়ি ও স্থানীয়রা।
অর্নাপূর্না বলেন ট্রাক চালিয়ে বাংলাদেশে আসতে পেরে ভাল লাগছে তার। খুশি তিনি। বন্দরের পরিবেশ তাকে স্বস্তি দিয়েছে।
এই প্রথমে বেনাপোলে ট্রাক চালিয়ে ভারত থেকে বেনাপোলে আসলেন নারী ড্রাইভার। এই পন্যবিহি ট্রাকটির পন্য অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করা হচ্ছে। কাষ্টম ও বন্দর কর্তৃপক্ষও আন্তরিক বলে জানান তিনি। এটা নারীদের জাগরন আরেকধাপ এগিয়ে গেল বলে মনে মরেন বেনাপোল সিএন্ড এফ ষ্টাফ এসোসিয়েশনের সাধারস সম্পাদক সাজেদুর রহমান।
নারী ড্রাইভারের সাথে সহকারি একজন পুরুষ ড্রাইভারও এসেছে বলে জানান বন্দর পরিচালক রেজাউল করিম।  নারী ড্রাইভারের বিষয়ি গুরুত্ব দিয়ে দেকছেন বন্দর কর্তৃপক্ষ।

আরো পড়ুন

সর্বশেষ