শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ব্যক্তি উদ্যোগে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হল কলেজ ভবন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরের বাঘারপাড়া মির্জাপুর আদর্শ মহিলা কলেজে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে আধুনিক অ্যাকাডেমিক ভবন নির্মাণ করে দিলো জাহেদী ফাউন্ডেশন। শনিবার বিকেলে চারতলা বিশিষ্ট এই শামস্-উল-হুদা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হলেও গুণগত মানে আমরা এখনও অনেক পিছিয়ে রয়েছি। শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান গুলো সরকারি করন ও উন্নয়ন করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টায় বর্তমান শেখ হাসিনা সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
ব্যক্তি উদ্যোগে জাহেদী ফাউন্ডেশন চারতলা অ্যাকাডেমিক ভবন নির্মাণ করে দেওয়ায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো আমূল পরিবর্তন হবে। তার অন্যান্য উদহারণ হল এই মির্জাপুর আদর্শ মহিলা কলেজ। অ্যাকাডেমিক ভবন নির্মাণের ফলে এখানকার শিক্ষার্থীদের পড়াশুনার জীবনমান আরো উন্নত হবে।
জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল কবির খান জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক-মুক্তিযোদ্ধা রবিউল আলম ও মির্জাপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম। কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ