কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালিগঞ্জ বহুল আলোচিত দারুশ-শেফা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অপচিকিৎসায় গত ৩০ শে মার্চ লাভলী খাতুন নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির তদন্ত সম্পন্ন হয়েছে।
সিভিল সার্জন ঝিনাইদহ কার্যালয়ের সি এম ঝি হিসাব শাখা-হিসাব/২০২২/৩৭১/৫ নং স্মারকের লিখিত আদেশের প্রেক্ষিতে তদন্ত কমিটির সভাপতি ডঃ মিথিলা ইসলাম এর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির তদন্ত সম্পন্ন হয়। গতকাল সিভিল সার্জন এর কার্যালয়ে তদন্ত কমিটির সভাপতি ডঃ মিথিলা ইসলাম বলেন,প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শেষ।
এখন আমরা প্রতিবেদন জমা দিয়ে দেব।এ ব্যাপারে ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ড: শুভ্রা রানী বলেন, প্রসূতির মৃত্যুর পর তার স্বামী এনামুল কবির ১০ লাখ টাকার বিনিময়ে প্রতিষ্ঠান মালিক ও সংশ্লিষ্টদের সাথে আপোষ করলেও তাতে লাভ হবে না। তদন্তে অভিযোগের প্রমাণ পেলে অভিযুক্ত ডাক্তারের চিকিৎসা কার্যক্রম নিষেধাজ্ঞা আসতে পারে। এছাড়া আমরা তদন্তে উঠে আসা বিষয়াদি স্বাস্থ্য অধিদপ্তরের পাঠিয়ে দেবো। সেখান থেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

