নিজস্ব প্রতিবেদক:
যশোরে এক গতসপ্তাহ ধরে তাপমাত্রা বিরাজ করছে ৪০-৪২ ডিগ্রিতে সেলসিয়াস । তীব্র গরমে বিপাকে পড়েছেন মাছের রেণু উৎপাদনকারীরা। খরায় হ্যাচারিতে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এতে মারা যাচ্ছে মাছের রেণু। তাপপ্রবাহ অব্যাহত থাকলে এ খাতের উদ্যোক্তাদের প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হবে বলে জানান হ্যাচারি মালিকরা।
জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবু তোহা জানান, এবার জেলায় মাছের রেণু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দেড় লাখ কেজি। ফেব্রুয়ারিতে শুরু হয়েছে উৎপাদন। গরমের কারণে লক্ষ্যমাত্রার অর্ধেকও উৎপাদন হবে না বলে আশঙ্কা করছেন উদ্যোক্তারা।
মার্চ-আগস্ট পর্যন্ত মাছের রেণু উৎপাদনের ভরা মৌসুম। দেশের মোট চাহিদার ৬০ শতাংশ রেণু যশোর থেকে সরবরাহ করা হয়। চাঁচড়া মৎস্যপল্লীর ৪০টি হ্যাচারিতে গত বছর প্রায় ১ লাখ ৫০ হাজার কেজি রেণু উৎপাদন হয়।

