শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে কৃষকের পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আরো খবর

নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলায় কৃষকের পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ এপ্রিল) ভোর রাতে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বোড়াবাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন পানের বরজ পুড়িয়ে দেয়ায় কৃষকের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সব হারিয়ে দিশেহারা কৃষক কার্তিক কর। এতে প্রায় ১০ থেকে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।
স্থানীয়রা জানান, কৃষক কার্তিক কুমার ৪০ শতক জমিতে পানের বরজ চাষ করে আসছিলেন। বরজের পান বিক্রি করেই চালাতেন তার সংসার। শুক্রবার ভোর রাতে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার পানের বরজে আগুন ধরিয়ে দেয়।
ক্ষতিগ্রস্ত কৃষক কার্তিক কুমার জানান, শুক্রবার সকালে বরজে পান ভাঙতে গিয়ে দেখি কে বা কারা আমার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। বরজের পান বিক্রি করেই চলতো আমার সংসার। এর আগেও আমার এই পানের বরজ থেকে পান চুরি হয়ে যেত। আমি এখন কিভাবে সংসার চালাবো। আমি এ ঘটনার বিচার চাই।
ক্ষতিগ্রস্ত কৃষক কার্তিকের ছোট ভাই মিন্টু কর জানান, গত বছরের ২৬ অক্টোবরে আমার বাড়ি থেকে পাঁচটি গরু চুরি হয়ে গেছে। আজ আমার দাদার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা এখন পুরো নিঃস্ব হয়ে গেছি।
ঘটনাস্থল পরিদর্শনে এসে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ বলেন, আমার এলাকায় কৃষক কার্তিকের পানের বরজে কে বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। কার্তিক ওই জমিতে পানের বরজ করেই তার সংসার চালাতো। ঘটনাটি দুঃখজনক। এই কাজ টা যেই করে থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলার বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে যে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। বিট অফিসারসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।##

আরো পড়ুন

সর্বশেষ