নড়াইল প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন বলেছেন, ‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমার প্রতিজ্ঞা, বাহ্যিক জনগোষ্ঠী যেন স্বাস্থ্যসেবা পায়। আজকে যদি নড়াইলে একটি ভাল হাসপাতাল এবং ভাল অপারেশন থিয়েটার হয়, তাহলে তো রোগীরা যশোর বা ঢাকার দিকে যাবেনা। আমি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। স্থানীয় এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি তাঁদের নিজ নিজ এলাকার সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা নেন তাহলে হাসপাতালের চিকিৎসা সেবার উপর সাধারণ জনগনের আস্থা আরও বেড়ে যাবে।
’ শনিবার বিকেল সাড়ে ৫টায় নড়াইলে ২৫০ শয্যার জেলা হাসপাতালের ৭তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
মন্ত্রী চিকিসকদের সুরক্ষার ব্যাপারে বলেন, ভুল চিকিৎসার অজুহাতে অহেতুক ডাক্তারদের ওপর হামলা মেনে নেওয়া হবে না। পাশাপাশি আপনারা চিকিৎসা সেবা নিতে আসা লোকজনকে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে সেবা দিবেন। চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্ভয়ে কাজ করেন। আমরা আপনাদের সুরক্ষা দেব। অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন তিনি।
এ উপলক্ষ্যে নড়াইল জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুল গফফারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি। অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা চৌধুরী ফ্লোরা, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া শনিবার দূপুরে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা বিশিষ্ট নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডাঃ শামন্ত লাল সেন।

