নিজস্ব প্রতিবেদক: নড়াইলের একটি মাদক মামলাযর রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক আজিজ সুজনকে ( ৩২) আটক করেছে র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। গত শনিবার মধ্যরাতে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাইতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
তারেক আজিজ সূজন দাইতলা গ্রামের মৃত জুলফিকার আলী মোল্লার ছেলে। গত ২০১৪ সালে নড়াইল সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের হয়। তারেক আজিজ সূজন ওই মামলায় ৬ মাস জেল হাজত থাকার পর জামিনে মুক্তি পেয়ে পলাতক জীবন যাপন করছিল। পরে নড়াইলের বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করেন। সেই থেকে সুজন পলাতক জীবন যাপন করছিল।র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে দাইতলা এলাকা থেকে তাকে আটক করে।

