কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রোববার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের নির্দেশনায় এ প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ। শিক্ষার্থীদের নিয়ে কেরাত, হামদ/নাথ, রচনা, কবিতা আবৃত্তি, বিতর্ক, সংগীত, নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসব প্রতিযোগিতায় বিচারক ছিলেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জী, শিশু একাডেমির তবলা প্রশিক্ষক অলোক বসু বাপী, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ বসু, প্রশিক্ষক ইন্দ্রজিৎ হালদার, সিরাজুল ইসলাম, মিলি ঘোষ প্রমুখ।

