একাত্তর প্রতিবেদক:
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চিকিৎসা সহায়তা ও করোনাকালীন প্রণোদনার চেক বিতরন করা হয়েছে।
সোমবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এই চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল।
যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এইচ আর তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক তৌহিদুর রহমান।
উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, রিমন খাঁন। অনুষ্ঠানে ১৬ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

