শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

পরকীয়ায় জড়িয়ে খুন হন ভাটা শ্রমিক মেশকাদ, নারীসহ আটক ২

আরো খবর

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে মেশকাদ (৪১) নামে এক শ্রমিক হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (৪ মে) ভোরে তাদেরকে গেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যশোর জেলা গোয়েন্দা শাখা।

গেপ্তার দুইজন হলেন- সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা গ্রামের চুন্নু গাজীর মেয়ে রিক্তা পারভীন (৩০) ও আশাশুনির নৈকাটি গ্রামের নিজাম সরদার (৬০)। নিহত মেশকাদ আলী পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার শ্রীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। মেশকাদ আলী যশোর পদ্মবিলা ইলা অটো রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার ভোরে মেশকাদকে হত্যা করে মনিরামপুর উপজেলার জোকা মাঠের একটি ধানখেত ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের ভাই এরশাদ আলম বাদী হয়ে মনিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ডিবি জানায়, মেসকাদ যশোর পদ্মবিলায় ইলা অটো রাইচ মিলের শ্রমিক ছিলে। মিলের আরেক কর্মচারী সাতক্ষীরা আশাশুনি উপজেলার নৈকাটি গ্রামের নিজাম সরদারের মেয়ে নাজমার পরকীয়া সম্পর্ক হয়। স্বামী পরিত্যক্তা নাজমা বর্তমানে সৌদি প্রবাসি। ভিকটিম মেসকাতের স্ত্রী জুলেখা পরকীয়া প্রেমিকা নাজমাকে মোবাইলে গালমন্দ করাকে কেন্দ্র করে নাজমা বিদেশ থেকে মেসকাদকে হত্যার পরিকল্পনা করেন। সে মোতাবেক গ্রেফতারকৃত আসামী রিক্তা পারভীনের সাথে ২ লাখ টাকা চুক্তিতে রিক্তার পরকীয়া প্রেমিক যশোর শংকরপুরের শাহীন ড্রাইভারের মাধ্যমে কৌশলে সাতক্ষীরার আশাশুনি বুধহাটায় ডেকে নিয়ে পথিমধ্যে চেতনা নাশক খাইয়ে অচেতন করে হত্যা করে লাশ ঘটনাস্থল মনিরামপুর জোকার মাঠে ধানক্ষেত ফেলে দেয়।

ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মফিজুর ইসলাম বলেন, মেশকাদ হত্যাকাণ্ডের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় হত্যা মিশনে ব্যবহৃত প্রাইভেটকার ও ২ টি মোবাইল জব্দ করা হয়। এছাড়া ১টি স্বর্ণের চেইন, কন্ঠ চিক, এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ