শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসহায় রোগীর পাশে  এমপি আজিজুল ইসলাম 

আরো খবর

কেশবপুর( যশোর) প্রতিনিধি :কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা দেখতে শনিবার  পরিদর্শনে আসেন যশোর -৬ আসনের সাংসদ আজিজুল ইসলাম।  এ সময়ে তিনি কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন।

এরপর তিনি  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস কক্ষে ডাক্তার নার্স ও কর্মচারিদের সাথে আলোচনা করেন।  এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের স্বাস্থ্য বিষয়ক খোঁজ খবর শেষে প্রত্যেককে দায়িত্বশীল হয়ে সেবার মান উন্নয়েনর তাগিদ দেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,  , কেশবপুর পৌরসভার কাউন্সিলরর কবির হোসেন, জেলা পরিষদের সদস্য টিপু সুলতান প্রমুখ।

 

আরো পড়ুন

সর্বশেষ