একাত্তর ডেস্কঃ
তিন বছর আগে মাতৃত্বকালীন অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন বলিউড নায়িকা কারিনা কাপুর খান। সেই বইয়ের জন্যই আইনি নোটিশ পেলেন তিনি।
তার লেখা বইটির নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল: দ্য আলটিমেট ম্যানুয়াল ফর মমস টু বি’। মধ্যপ্রদেশের জনৈক সমাজকর্মী বইটির শিরোনামে ‘বাইবেল’ শব্দটি ব্যবহারে আপত্তি জানিয়েছেন। তার অভিযোগের ভিত্তিতেই ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট সম্প্রতি কারিনাকে আইনি নোটিশ পাঠিয়েছে।

