বিশেষ প্রতিনিধি
দৈনিক প্রজন্ম একাত্তর ও দৈনিক ভোরের কাগজ প্রিন্ট এবং অনলাইনে যশোরের চৌগাছা সাব রেজিস্ট্রি অফিসের দূর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের ৪দিন পরেই সাব রেজিস্ট্রারকে তলব করেছে দূর্নীতি দমন কমিশন দূদক। চিঠিতে আগামী ১৫ মে ঢাকা দূর্নীতি দমন কমিশনে হাজির হওয়ার জন্য বলেছে বলে নিশ্চিত করেছেন চৌগাছা উপজেলা সাব রেজিস্ট্রারকে অমায়িক বাবু।
জানা যায় গত ৮মে দৈনিক প্রজন্ম একাত্তর ও দৈনিক ভোরের কাগজ অনলাইন এবং ৯মে ভোরের কাগজে (প্রিন্ট) “চৌগাছায় জমি রেজিস্ট্রি করতে শতকার ৫টাকা অফিস রেট” শিরনামে সংবাদ প্রকাশিত হয়। তার ৪দিন পরেই (১১ মে) দূর্নীতি দমন কমিশন ঢাকা অফিস থেকে চৌগাছা উপজেলা সাব রেজিস্ট্রারকে ইমেইল করা হয়। সেখানে চৌগাছা সাব রেজিস্ট্রি অফিসের দূর্নীতির বিষয়ে জানাতে আগামী ১৫ মে ঢাকা দূদক অফিসে তাকে তলব করা হয়েছে বলে উপজেলা সাব রেজিস্টার নিশ্চিত করেছেন। তবে ডাকে চিঠি পেলেই ঢাকা দূর্নীতি দমন কমিশনে যাবেন এবং তার আগে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাবেন বলেও জানান উপজেলা সাব রেজিস্ট্রার অমায়িক বাবু।
এদিকে সংবাদ প্রকাশের পরের দিন গত বৃহস্পতিবার চৌগাছা রেজিস্ট্রি অফিসে কোনো জমি রেজিস্ট্রি হয়নি। তবে দুদকের চিঠি পাওয়ার পরের দিন ১২ মে (রবিবার) উপজেলার প্রতিটি সনদপ্রাপ্ত দলিল লেখককে দলিল লেখক (সনদ) বিধিমালা ২০১৪ এর বিধি-১১ প্রতিপালনের জন্য যাবতীয় কার্যক্রম গ্রহনের জন্য চিঠি প্রদান করেন সাব রেজিস্ট্রার অমায়িক বাবু।
উল্লেখ্য চৌগাছায় জমি রেজিস্ট্রি করতে সরকার নির্দ্ধারিত ফি-এর পাশাপাশি শতকরা ৫টাকা হারে অফিস রেট বা ঘুষ দিতে হয়। দলিলের মূল্যভেদে এই রেট সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত হয়। সেই টাকা দলিল লেখকদের কাছ থেকে চৌগাছা উপজেলা রেজিস্ট্রি অফিসের চতুর্থ শ্রেনীর কর্মচারি (মোহরার) শহিদুল ইসলাম আদায় করেন বলেও বিভিন্ন দলিল লেখকসহ অফিসে কর্মরত অনেকে অভিযোগ করেন।
দলিল লেখকরা জানিয়েছেন, দীর্ঘ দিন এভাবেই সাধারন মানুষের টাকায় অবৈধ এই অফিস রেট দিয়েই দলিল রেজিস্ট্রি করছেন তারা।

