শার্শা প্রতিনিধি
র্শাশায় পরত্যিক্ত ৩টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ম) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া বাবু চেয়ারম্যান মার্কেটের পিছনে টিউবওয়েলের পাশ থকেে এ বোমা তিনটি উদ্ধার করা হয়।
পুলশি ও স্থানীয় সূত্রে জানাযায়, বাগআচড়া বাজারে বাবু চেয়ারম্যান মার্কেটের পিছনে মোটরসাইকলে গ্যারজে এর পাশে টিউবওয়েল সংলগ্ন স্থানে লাল কসটপেে মোড়ানো পলথিনি এর ভিতরে ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পয়েে স্থানীয়রা পুলশিকে খবর দয়ে। পরে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে হাতবোমাগুলো উদ্ধার কর।
র্শাশা থানার অফসিার ইনর্চাজ (ওস) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়ছে। তবে কারা এসব রাখতে পারে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

