শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় প্রশিক্ষণ প্রাপ্ত ২৫নারীর মাঝে অর্থ ও পুরস্কার বিতরণ

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি:
দেশ বিদেশে কতই না কর্তৃত্বের স্বাক্ষর রেখেছেন নারীরা। গড়েছেন কৃত্তি। পেয়েছেন সন্মান যশ ও ক্ষ্যাতি। আজ অনেক নারীই পরিবার ও সমাজে যেন বোঝা হয়ে দাড়িয়েছে। জীবন জিবিকার তাগিদে সংসারে স্বচ্ছলতা ফিরাতে নিজেকে স্বাবলম্বি হিসাবে গড়ে তুলতে পাড়ি জমাচ্ছেন বিদেশে। হচ্চেন পাচার। অনেকে সীমান্ত পথে জড়াচ্ছেন চোরাচালানীতে।
তাইতো বাংলাদেশ সমবায় অধিদপ্তর এসব নারীদেরকে কর্মসংস্থানের লক্ষে নারী উদ্যোক্তা সৃষ্টিতে স্বচ্ছলতা ফিরাতে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন দিয়ে স্বাবলম্বি হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি যশোরের বেনাপোল মুক্তিযুদ্ধা  কমপ্লেক্সে অনুষ্টিত হয়েছে ৫দিনব্যাপি দর্জি প্রশিক্ষন। ২৫নারীকে দেওয়া হয়েছে প্রশিক্ষন নগদ অর্থ পুরস্কার ও সার্টিফিকেট। পিছিয়ে পড়া এসব নারীদেরকে উদ্যোক্তা  হিসাবে গড়ে তুলতে বিভিন্ন রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়।
সমাপনি দিনে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আব্দুল রাসেদ  ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক এম  এ রহিম.জেলা সমবায় পরিদর্শক ট্রেনার মোক্তাদির হোসেন.উপজেলা সমবায় পরিদর্শক মোজাফফর হোসেন ও শামিম হোসেন.সহকারি মফিজুর রহমান স্থানীয় কবি ও শিল্পী আলী হোসেন.নারী উদ্যোক্তা সমবায়ী জাহানারা পারভিন প্রমুখ। সমাপনী দিনে প্রশিক্ষনে অংশ নেওয়া নারীদের মধ্যে বিনোদন দিতে খেলা ও গান কবিতা পরিবেশন করানো হয়।
এসময আনন্দঘন মুহুর্ত উপভোগ করেন তারা। নারীদের মধ্যে বিনাচার্জে ঋন প্রদানসহ মানসম্মত প্রশিক্ষনের দাবী জানান সুবিধাবঞ্চিতরা। সরকারের সময় উপযোগী কর্মকান্ডকে ধন্যবাদ জানান সুবিধাভোগীরা।

আরো পড়ুন

সর্বশেষ