শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

পৌর কমিশনার থেকে সংসদে যান আনার

আরো খবর

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহ কালীগঞ্জের এমপি আনার আনোয়ারুল আজিম আনারের জন্ম ৩ জানুয়ারি ১৯৬৮ সালে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ এলাকায়। তিনি ব্যবসা ও কৃষির পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে জড়িত। তিনি ২০০৯ সালে কালীগঞ্জ উপজেলার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তার আগে দুইবার কালীগঞ্জ পৌরসভার কমিশনার ছিলেন।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর ২০১৮ ও ২০২৪ সালেও তিনি আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন ও দীঘদিন থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন আনোয়ারুল আজিম। ব্যক্তি জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

আরো পড়ুন

সর্বশেষ