শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

টানা ৬দিন পর বেনাপোল বন্দরে আমদানি রফতানি শুরু 

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি :
টানা ৬দিনপর বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই আমদানি রফতানি বানিজ্য শুরু হয়েছে।চলছে লোড আনলোড।ফলে কমবে পন্যবাহি ট্রাকজট। বন্দরে ফিরছে কর্মচাঞ্চল্য।সকাল থেকে১২টা পর্যন্ত শতাধিক পন্যবািহ ট্রাক যাতায়াত করেছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সংশ্লিষ্টরা জানান.২০মে ভারতে নির্বাচন উপলক্ষে   সরকারি নির্দেশনায় ১৮.১৯ ও ২০ মে পর্যন্ত পাসপোর্ট যাত্রী যাতায়াত ও আমদানি রফতানি থাকে বন্ধ। ১৭মে বিকাল থেকে পাসপোর্ট যাত্রী যাতায়াত সিমিত করা হয।এদিকে মঙ্গলবার বাংলাদেশের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনের বন্ধ ও বুধবার ছিল বৈদ্ধপূর্নিমার সরকারি ছুটি। ফলে টানা ৬দিন বন্ধের পর বৃহস্পতিবার থেকে চালু  হয়েছে বেনাপোল ও পেট্টাপোল বন্দর আমদানি রফতানি।
ভারত ও বাংলাদরশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান টানা ৬দিনপর আমদানি রফতানি শুরুতে বন্দরে ফিরবে স্বস্তি। কাজে যোগ দিয়েছেন ব্যবসায়িরা।

বন্দর পরিচালক রেজাউল করিম জানান.বৃহস্পতিবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি নিয়মে চালু হয়েছে। কযেক দিনের ক্ষতি পুশিয়ে নিতে রাত দিন বন্দরে কাজ চলবে বলে জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ