এবার যশোরের বাঘারপাড়াতেও বোতলজাত তেল খুলে খোলা তেল আকারে বিক্রি করা হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ অপরাধে ২০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে এক দোকানিকে। এ সময় পণ্যের মূল্য তালিকা না টাঙানোর অপরাধে আরও এক দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার (১১ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
ওয়ালিদ বিন হাবিব জানান, বেশি লাভের আশায় বোতলজাত তেল খুলে খোলা তেল আকারে বিক্রি করার অপরাধে খাজুরা বাজারের পরিতোষ দত্ত স্টোরকে ২০ হাজার টাকা এবং লস্কার স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না করায় চার হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে বাজারের সকল মুদি, চাল, মুরগি ও মাংসের দোকানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করা এবং ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। তেলসহ খাদ্যপণ্য নিয়ে কেউ কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ওয়ালিদ বিন হাবিব#

