শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজভস্তালে ফের হামলা শুরু করেছে রাশিয়া, দাবি ইউক্রেনের

আরো খবর

 

ইউক্রেনের দক্ষিণ বন্দরনগরী মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানা দখল করতে হামলা শুরু করেছে রুশ সেনাবাহিনী। আল জাজিরার খবরে বলা হয়েছে,কয়েকশ ইউক্রেনীয় সেনা কারখানাটিতে কয়েক সপ্তাহ ধরে অবস্থান করছে।

মারিউপোল শহরের মেয়র পেত্র আন্দ্রিউশেচেঙ্কো বলেন, লোকজনদের সরিয়ে নেওয়ার জন্য যে গেট ব্যবহার করা হয়েছে রুশ সেনারা সেই ব্রিজ ভেঙ্গে ফেলার চেষ্টা করেছে।
তার প্রকাশ করা একটি ভিডিওতে ব্রিজের নিচে তীব্র ধোঁয়ার মধ্যে রুশ সেনাদের দৌঁড়াতে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার মারিউপোলে- এখনো ১০০ বেসামরিক নাগরিক আছে জানিয়ে উপদেষ্টা পেত্র আন্দ্রিউশেচেঙ্কো বলেছিলেন, সেখানে এখনো বেসামরিক নাগরিকরা রয়েছে। দখলদাররা (রাশিয়া) হামলার মাত্রা কমায়নি।

সোমবার সারাদিন রুশ সেনারা ভারি আর্টিলারি এবং বিমান হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
পেত্র আন্দ্রিউশেচেঙ্কো বর্তমান মারিউপোলের বাইরে অবস্থান করছেন। তবুও মারিউপোলের জনগণের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করছেন। তিনি বলেন, আজভস্তাল ধ্বংসে রুশ সেনাদের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।

গত রোববার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, আজভস্তাল থেকে সকল নারী, শিশু এবং বৃদ্ধদের সরানো হয়েছে। যারা সেখানে আটকা রয়েছে তাদের অধিকাংশ পুরুষ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ