শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যবিপ্রবি কর্মচারীদের কর্মবিরতির হুঁশিয়ারী

আরো খবর

বিশেষ প্রতিনিধি:সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্মচারী সমিতি মঙ্গলবার ও ২৯ বুধবার মে কর্মবিরতির হুঁশিয়ারী পালন করছে।

কর্তৃপক্ষের সাথে বারবার আলোচনার পরও তাদের দাবি পূরণ না হওয়ায় কর্মচারীরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।

তাদের দাবি সমূহের মধ্যে রয়েছে কর্মচারীদের আপগ্রেডেশন নীতিমালা বাস্তবায়ন রেয়াত প্রদানের শর্ত শিথিল করা শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যক্তিগত নথিতে সংরক্ষণের সুযোগ চাকরির পাশাপাশি লেখাপড়ার সুযোগ প্রদান

সেকশন অফিসার (গ্রেড-১০ম) পদে আপগ্রেডেশন বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়ন

কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক কে এম আরিফুজ্জামান বলেছেন,আমরা দীর্ঘদিন ধরে আমাদের দাবি পূরণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করছি। কিন্তু কোন সমাধান হয়নি। তাই আমরা বাধ্য হয়ে কর্মবিরতির ডাক দিয়েছি।”যবিপ্রবি কর্মচারী সমিতির সভাপতি শওকত ইসলাম সবুজ বলেছেন

কর্মীচারীরা আশা করছেন, কর্তৃপক্ষ তাদের দাবি বিবেচনা করে দ্রুত সমাধান করবে।

আরো পড়ুন

সর্বশেষ