শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় মাদকদ্রব্যসহ ৬জন গ্রেফতার 

আরো খবর

শার্শা প্রতিনিধি:
শার্শা থানা পুলিশের ০২টি সফল অভিযানে ১০০ পিচ ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন ও ৬০ বোতল  ফেন্সিডিল সহ ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ মে) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শার্শার নাভারণ, বহিলাপোতা ও টেংরা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো, যশোর জেলার কোতয়ালী থানার রায়পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম তানভীর (২৫),চাঁচড়া (শংকরপুর) এলাকার ইবাদ আলীর ছেলে ইমরান খান(২৮), বেনাপোল ভবেরবেড় (মধ্যপাড়া) গ্রামের আঃ রহমান খিদিরের ছেলে শাহাবুদ্দীন (৩৮), শার্শার বহিলাপোতা (উত্তরপাড়া ) গ্রামের -আঃ হালিমের ছেলে আঃ জব্বার (৩৮), বেনাপোল
অগ্রভুলট (উত্তরপাড়া) গ্রামের মনিরুল হকের স্ত্রী সোহানা আক্তার সুমি (২৯) ও একই এলাকার মোনতাজ সরদারের ছেলে আব্দস সালাম (৩৭)।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: মনিরুজ্জামান জানান, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ