নিজস্ব প্রতিবেদক:তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অভয়নগরে অলিয়ার বাঘারপাড়ায় বিপুল ফারাজী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার উৎসবমুখর পরিবেশে এই দুই উপজেলায় ভোট গ্রহণ করা হয়।
বেসরকারি ফলাফলে অভয়নগরে সরদার অলিয়ার রহমান মোটরসাইকেল প্রতীকে মোট ভোট পেয়েছেন ৫৪ হাজার ৭১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিন অধিকারী ব্যাচা আনারস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ২২১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা. সাফিয়া খানম হাঁস প্রতীকে ৪২ হাজার ৯৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ডা. মিনারা পারভীন ফুটবল প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৩১৭ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী লায়লা খাতুন কলস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬৮১ ভোট।
অপরদিকে বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
তিনি পেয়েছেন ৫১ হাজার ৬৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আবহবায়ক রাজীব কুমার রায় পান ২০ হাজার ৭৭৯ ভোট।
এছাড়া, দোয়াত কলম প্রতীক নিয়ে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা পেয়েছেন ১৫ হাজার ৪৯২ ভোট। ভোট গণনা শেষে ৩০ হাজার ৮৫১ বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।

