নিজস্ব প্রতিবেদক:
যশোরে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন আয়োজিত ৯ম চ্যালেঞ্জ কাপ বাস্কেটবল টুর্নমেন্টের ফাইনাল খেলা আজ শুক্রবার সম্পন্ন হয়েছে। বিকালে শামছুল হুদা স্টেডিয়ামে সেনা ও নৌবাহিনীর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নৌবাহিনী ৪৪-৪৭ পয়েন্টে পেয়ে চাস্পিয়ন হয়েছে।
পরে আয়োজন করা হয় পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা জালাল মহিউদ্দিন।
জেলা প্রশাসক আবরাউল হাছান মজুম দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সেনা নিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহম্মদ মাহবুবুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল।

