শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে নানা আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে তামাককে বর্জন করি এই স্লোগান দিয়ে যশোরে স্কুল-কলেজের শিক্ষার্থীকে শপথ গ্রহণ, লাল কার্ড  প্রদর্শন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্ররবার সকাল সাড়ে ১০ টায় যশোর ডিসি অফিস চত্বরে জেলা প্রশাসন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে অনুষ্ঠানটি বেলুন উড়িয়ে  উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। র‍্যালিটি জেলা প্রশাসকের  কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণ করে  ডিসি অফিস চত্বরে শেষ হয়। এসময় র‍্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেয়।
র‍্যালিটির আগে যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার শিক্ষার্থীদেরকে তামাককে বর্জনের শপথ পাঠ করায় ও তামাক সেবকদেরকে লাল কার্ড প্রদর্শন করে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) রফিকুল হাসান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড.নাজমুল হাসান রাসেল ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেনসহ প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ