শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে  বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি,যশোর :
যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে এক বাংলাদেশী চোরাকারবারীকে ধরে নিয়ে গেছে বিএসএফ।  এসময় এক চোরাকারবারী সাতরিয়ে এপারে আসতে পারলেও আপর এক সঙ্গি নিখোজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানান সোমবার সকালে ভারতের পেট্টাপোল সীমান্তের কোদলা নদী দিয়ে ৩ চোরাকাবারী কয়োকটি পুটলা নিয়ে বেনাপোলের সাদিপুর সীমান্তের নাপতিবাড়ী পোষ্টে   দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।  এসময় পেট্টাপোল সীমান্তের বিএসএফ জোযানরা চোরাকারবারীদের ধাওয়া করে। এসময় ২টি ফেনসিডিলের টিপলাসহ  মামুন নামে এক মাদক কারবারীকে ধরে নিয়ে যায় বিএসএফ।  মামুন বেনাপোল ভবেরবেড় গ্রামের আব্দুর রহিমের ছেলে।
এসময় বিএসএফের ধাওয়া খেয়ে অপর এক চোরাকারবারী বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে। তবে তাদের সাথে থাকা এক চোরাচালানীর নদীতে পড়ে নিখোজ রয়েছে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি সুমন কুমার ভক্ত জানান বিএসএফ মাদকের চালানসহ মামুন নামে এক
চোরাকারবারীকে ধরে নিযে যাওয়ার খবর পেয়েছেন তারা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে যশোর ৪৯ বিজিবির সিও লেঃ কর্নেল জামিল আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি তিনি।

আরো পড়ুন

সর্বশেষ