শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে পাসপোর্ট যাত্রী যাতায়াতে সহজীকরনসহ বিভিন্ন  বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি, যশোর:
 বাংলাদেশ ও ভারতের মধ্যে  আমদানি ও রপ্তানি বানিজ্য   সম্প্রসারন ও দু’দেশের পাসপোর্ট যাত্রী যাতায়াতে সহজীকরনসহ বিভিন্ন  বিষযের উপর বেনাপোলে একদিনব্যাপি কর্মশালা অনুষ্টিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পোর্ট চেয়ারম্যান জিল্লুর রহমান, কাষ্টম কমিশনার আব্দুল হাকিম, বেনাপোল বন্দর পরিচালক রেজাউল ইসলাম, ভারতের পোর্ট চেঢারম্যান অদিত্র মিশ্র পোর্ট মেম্বর সনজিভ গুপ্তা ও পরিচারক রেখা বাকি কুমার সহ দু দেশের প্রশাসনিক কর্মকর্তারা উপস্তিত ছিলেন।
 সোমবার বেনাপোর কাষ্টম হাুউজ অডিটরিয়ামে অনুষ্টিত
কর্মশালায় বন্দরের জায়গা সম্প্রসারন ডিজিটালািজ্ড পদ্ধতিতে কাজ বৃদ্ধিসহ আমদানি রফতানিতে অহেতুক  কালক্ষেপণ, যাত্রী পারাপারে অতিরিক্ত সময় বৃদ্ধি, সীমান্ত সুরক্ষা সহ নানা বিষয়ে মত বিনিময় করা হয়।
 দু’দেশের  মধ্যে অনুষ্ঠিতব্য এক বৈঠকে যোগদানের জন্য ভারতের ২৮ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছেন। বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে ভারতীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান, বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম,  বিজিবি’র খুলনা রিজিয়নের পরিচালক লেঃ কর্নেল মাজহার  ও ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক  কাস্টমসের মোখলেছুর রহমান সহ বন্তরের বিভিন্ন  পর্যায়ের কর্মকর্তাগন।
পেট্রাপোল বন্দর, ইমিগ্রেশন ও বিএসএফ এর উর্দ্ধতন কর্মকর্তাগন  বেনাপোল কাস্টমস অডিটোরিয়ামের কর্মশালায অংশ গ্রহন করেন।
 বাংলাদেশ কাস্টমস, বন্দর এবং ইমিগ্রেশনের উর্দ্ধতন কর্মকর্তাদের মধ্যে  দ্বিপাক্ষিক বৈঠকে শেষে অডিটোরিয়ামে মধ্যহ্ন ভোজ শেষে দেশে ফিরেন তারা

আরো পড়ুন

সর্বশেষ