শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি মণিরামপুরের ১২৮ গৃহহীন পরিবার

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে আশ্রয়ণ— ০২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে ১২৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর গৃহ উপহার দেওয়া হয়েছে। মুজিববর্ষ উপলে ‘একটি পরিবারও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও সেমি পাকা গৃহ উপহার দেওয়া হয়।
পবিত্র ঈদুল আযহার আগেই মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। যেন ঈদের আগেই এসব পরিবারে আনন্দ বয়ে যায়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার ভূমিহীন ও গৃহহীন মানুষের হাতে জমিসহ ঘরের কাগজপত্র তুলে দেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মাথা গোজার ঠাঁই করে দিচ্ছেন। এতে করে কোন মানুষ আর না খেয়ে থাকবে না। তারা মাথা গোঁজার ঠাঁই হলে সে নিজের আয় করে নিজের ভাগ্য বদলাতে পারবে। আরো অনেকের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়োজিদ, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা অফিসার রোকনুজ্জামান। এ সময় শিক, সাংবাদিক ও সরকারি—বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নতুন ঘর পাওয়ার আনন্দে আত্মহারা গোলাম মোস্তফা, শংকর তরফদার, জাহানারা বেগম, সুমাইয়া আক্তার বলেন, আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি যে আমাদের নিজেদের মাথা গোঁজার ঠাঁই হবে। আমরা ভেবেছিলাম মরার আগ পর্যন্ত আমাদের নিজেদের ভিটেমাটি বলতে কিছু হবে না। প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পেয়ে যেন আনন্দ ধরে রাখতে পারেরনি।

ঈদের আগে এসব ভূমি ও গৃহহীনদের মাঝে ঈদের আনন্দ এসে দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর ঈদের আগে মাথা গোঁজার ঠাঁই দিয়েছে। এর চেয়ে বেশি আনন্দ অন্য কিছুতেই পাওয়া যাবে না বলে অনুভূতি ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর কাছ থেকে জমিসহ ঘর পাওয়া এসব মানুষেরা।

আরো পড়ুন

সর্বশেষ